আশা থাকে যদি তবে কেন নিরবধি
আমি ভাবি। মনে শুধু পুষ্যি রোগ-ব্যাধি,
আমি এক যোদ্ধা হয়ে কাটালাম দিন
বছর সাক্ষী যে হল। এ কেমন ঋণ,
আমি তাকে দেবো। তবে ভুলে গেছো কথা
দেশের প্রতি মমত্ব। মা মাটির ব্যথা,
হতাশায় সুর। বাতাসের গন্ধে প্রাণ
যখন সুবাস নিতে যাই তাতে বাণ,
বারুদ আনন্দ করে। ধোয়াটে শহর
বিষাক্ত সাপের হানা, মগজে মোহর,
ফরমালিন রাজত্ব। পোস্টার দেয়ালে
নগ্ন ছায়া। দেহ গলে অদ্ভূদ খেয়ালে,
গড়িয়ে পড়ে রাস্তায়। নাস্তার টেবিল
সাজানো গাড়ির ধোয়া। পেটে ককটেল,
নাড়িভুঁড়ি ছিঁড়ে খায়। সিগারেট রীতি
তুলসি পাতার কষ্ট। বাবাজর্দা নীতি,
কোটার মধ্যে রেখেছে। বিষক্রিয়া শেষে
ডাক্তার না পেলে মৃত্যুতো হবেই দেশে,
তাই জীবন থাকতে ভাল কিছু ভাবি।