চোর সেতো হতে পারে গরিবের
ঘরে, কিংবা বড় লোকের ঘরে
তার স্বভাবজাতে সে উন্মুক্ত, সে
নিজের মাথা খুঁড়ে খুঁড়ে খায়
সে উন্মাদ হয়ে নিত্য হয়
পথভ্রষ্ট। সে কি করে সে
নিজেও জানেনা, কারো জন্য কোনদিন
তার মন কাঁদেনা। তাকে করতে
হয় চুরি, অন্যায়-অত্যাচার করলে
করবো ভুরিভুরি। আপন কিংবা
পর কাউকে গণ্য করেনা, কাউকে
সে ছাড়েনা, এটাই তার ধর্ম।
কর্ম তার ভাল লাগেনা, সুপথে
তাই সে চলেনা। আদেশ-উপদেশ
কোন কথা তার ভাল লাগেনা
অল্পতে তার নাকি পেট ভরেনা।
চোরের নেশা চুরি আর চুরি
অবশেষে নেশাতেও তার নাই জুড়ি।
সিগারেটে শুরু হয়ে হিরোইনে শেষ
বড় লোক চোর গরিব চোর
অবশেষে রাস্তায় মৃত্যুর প্রহরে থাকে
কেউ তাদের খবর কোনদিন রাখেনা।
কারণ তারা মানুষ হয়ে সমাজে
অমানুষ, মানবতাহীন কীট পাগলা কুকুর।