জীবন যেখানে যেমন, তেমন তার ভাবনা
কল্পনা যা করি তা হয়ে উঠেনা,
স্বপ্নের ঘোরে মন ঘুড়ে বেড়ায় সর্বত্র
তবুও সুখ পাওয়া হয়ে উঠেনা।


কেমন ভাবনা, কেমন চলা
কেমন নীতি, দুলছি আমরা।


যাচ্ছে দেশ, খাচ্ছে দেশ সুবিধাবাদীরা
তবু তাদের পক্ষে স্বপ্নের মিছিল,
বাকীরা ইঁদুর মারার মেশিন নিয়ে ঘুড়ছে
জনগণ মেরে ফেলে স্বপ্নের মিছিল।


জীবন যেখানে যেমন, তেমনি থাকে
দুর্বলদের কপালে জেলখানা জুটে।


আমি জেলখানায় বন্দী, গড়ি ভালবাসা
কাকে ভালবাসি, কাকে ভালবাসবো,
আমি বোধ হারিয়ে ফেলেছি, ভেবে দেখছি
স্বপ্ন ! বোধ ! কাকে ভালবাসবো।


মিথ্যার কাছে কিভাবে করি সন্ধি
যখন, আমি কে, তা ভাবতে শিখেছি।