ভালবাসা মানে কি ? মানে কি
ভালবাসার। ক্ষণিকের মোহে আসক্ত হয়ে
উদারতা দেখানো, নাকি পার্কে পার্কে
ঘুড়ে বাদাম খাওয়া, নাকি পার্কে
বাদামের খোসা ছড়িয়ে দেয়া। ভালবাসা
কি প্রেমিক যুগলের সফলতার প্রকাশ,
নাকি প্রতারণার কোন জাল বিছিয়ে
দেয়া। ভালবাসা কি মায়ের হাতের
পরশ ছোঁয়া, মমতায় ঘেরা নতুন
জীবনের সন্ধান দেয়া। ভালবাসা কি
মায়ের হাতের রান্না, স্নেহ ভোরা
মুখে উঠিয়ে দেয়া। নাকি ভালবাসা
স্ত্রী-সন্তানের মুখে হাসি দেখা,
যেখানে থাকেনা প্রতারণা। নাকি ভালবাসা
বৈশাখী উদযাপন, একদিন পান্তা ইলিশ
খাওয়ার ধুম। এরপর, শেষে মুখে
অরুচি তারপর পারিনা বলে বুম।


তারপর, ভালবাসা, রাস্তায় পড়ে থাকা
অনাথ শিশুর কান্নার শব্দে মুখ
ফিরিয়ে চলে যাওয়া। নাকি তাকে
বুকে জড়িয়ে কোন সফল পৃথিবীর
সন্ধান দেয়া। ভালবাসার সজ্ঞা কি
প্রেমিক-প্রেমিকার আবেগে মাঝে সীমাবদ্ধ।
নাকি ভাল বাসার সৌন্দর্যে পরিপূর্ণ।
সখি ভালবাসা কারে কয়? এ
প্রশ্ন হতে মুক্তি। নাকি সখির
পিছনে লেগে থেকে ভালবাসার অপকীর্তি।


যাইহোক, যদিও ভালবাসি ভালবাসবো  আমি
তাতে রাখতে চাইনা কোন প্রশ্ন।
রাখতে চাইনা এক ঘেয়ামী উলঙ্গ
ভালবাসা বাসি। যাতে থাকে নোংরামী।
ভালবাসবো, ভালবাসি সকলের দাবিতে সকলকে
যাতে হতে পারি মনুষ্য জাতি।