আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
                  আমি কি ভুলিতে পারি।
হ্যা পারি, আমি ভুলিতে পারি, ভুলে গেছি সব কিছু
বাঙলাকে ভিনদেশি ভাষা এনে পিষতে পারি,
আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে মারতে পারি।


              বাঙলাকে আমি ভুলে গেছি।
হত্যা করেছি আমি আমার সত্তাকে, বায়ান্নকে!
যেখানে তারা, যারা রক্ত দিল বাঙলাকে
                           তার বাঙলাকে ভালবেসে
তাদের জমিন অবিচল থাকে মাঝখানে
                           দেশ হল পরাধীন।
আমি কাদের দোষ দেবো, আর কাকে দোষ দিতে পারি
আমার ভাষা আজ তিরস্কার করে বলে অভাগা
আর কত করবি তুই ভুল আমাকে নিয়ে
আমাকে হতাশার সাগরে ভাসিয়ে দিয়ে, একি কথা
শহীদ মিনারে এক গুচ্ছ ফুল দিতে ছুটে যাবি।


তবু আমি চিরকাল লজ্জাহীন প্রেরণা খুঁজি
রক্তের বিনিময় দিতে গিয়ে রক্ত শরীরে মাখাই
আমি ইতর, আমি চিরকাল ইতর, করি গোলামী।
করি অন্যের অন্ন ধ্বংস, আমি শয়তানিতে সেরা
তবু আমার মুখ থেকে বারবার উচ্চারিত হয়-
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
                আমি কি ভুলিতে পারি।