আমি অভাগা দেশে জন্মগ্রহণ করেছি
করেছি মানব জাতিকে হত্যার পরিকল্পনা
যাকে বাঙ্গালীর সভ্যতা বলি, বলি
স্বর্গ রাজ্যের ভূমির আবাসস্থল। যেখানে
প্রতি-নিয়ত সোনার মোহর পড়ছে,
পড়ছে ভাগ্যের পৃষ্ঠাগুলো ছিড়ে ছিড়ে
নোনা জ্বলে ভাসছে ক্ষেতের ফসল।
তবু আমি চিরদিন লালন করি-
ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের কথা।
একদিনে আমি মানুষ হব, সভ্য
মানুষ হয়ে বাঙলা গড়বো, স্বাধীনতা
আমার জাতীয়তা এ মিথ্যা বলা
অভ্যাসে পরিণত করবো। শহিদ ভাইয়েরা
তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করি
আমি তোমাদের মত হতে চাই,
হতে চাই বাঙলার বীর পুরুষ,
স্বাধীনতা সংগ্রামের রুপকথা থাকবেনা কল্পনায়
থাকবে সেটা আমার মনের মমতায়।
আমি দৃঢ়কল্পে প্রত্যয় ব্যক্ত করি-
জাতীয়তা এ লিখার বোধ উৎস্বর্গে
থাকবে, আমার বাবা মায়ের ছেড়া
কাপড়, শহিদের রক্ত, বীরাঙ্গনার কান্না
আমার শরীরে তা মেখে আমি
জাতীয়তায় বাংলাদেশি, বাঙ্গালী হতে চাই।