নজরুলকে নিয়ে আমি লিখিনি কোন দিন কোন কবিতা
পড়েছি তার কাব্য মালার রোমান্টিক ও বিদ্রোহী কবিতা।


নজরুলকে নিয়ে লিখিনি কোন দিন কোন গান
কিন্তু শুনেছি নজরুলের অমর কিছু গান।


নজরুলকে ভেবেছি, সামনে থেকে দেখিনি কোন দিন
ইতিহাসের পাতায় খুঁজেছি তার জীবন দুঃখের দিন।


যাই নি কোন দিন জাতীয় কবির কোলকাতা নিজ বাড়িতে
কারণ তিনি রয়ে গেছেন আমার সত্তার এক বাড়িতে।


ঢাকায় শায়িত জাতীয় কবির মাজার প্রাঙ্গণে যাই নি কোন দিন কোন কালে
নজরুল তুমি হয়তো দূর হতে হাসবে এ আবার কোন কবি এলো এ কালে।


তুমি তো মিশে গেছো কবি মাটির সাথে দেহকোষ নিয়ে
তোমার কর্ম বেঁচে আছে সকল মনে উচ্চতা নিয়ে।