আজকে ঈদ এলো সকল মানুষের তরে
মিলেছে বন্ধন এনেছে ঐক্য ভরে ৷
আজ-তো খেলছে যে জীবনে রঙ্গীন দিন
ভেদাভেদ দেখি না দেখেছি সাম্যের বীণ ৷
ধর্ম-বর্ণ কি? এসব দূর হয়ে যায়
নামাজ শেষে পথে সকলে বুকটি মেলায় ৷
মুসলিম দেখে না কে ছোট কে-বা ধনী জাত
বাসায় নিয়ে যায় মিষ্টি দেয় দেয় ভাত ৷
বিশ্বে হানাহানি মানুষ বিব্রত ভীত
একটি দিনে দেখি সকল কিছু হয় মিত ৷
ঈদুল ফিতরের একটি দিনে যাই শেখা
সেটাই জীবনের প্রতি আলোকিত রেখা ৷


ছন্দ - মাত্রা বৃত্ত