ঈদ,ঈদ, তোমাদের নগরের সামনে
অনাহারে কখনও আমাকে যে ভুলোনি,
ফেরাও-নি খালি হাতে কত সুখ এমনে
ভরিয়েছো মানুষের খোলা বুকে দোলনি ৷


জামা,জুতো, কত কিছু আমাকে যে দিয়েছে
তাই দেখে নগরীতে উৎসব জমেছে,
ঐ দেখ ভিক্ষুক সেও কিছু পেয়েছে
হাসিমুখ দেখে তার নগরীটা ভরেছে ৷


মাথা মোটা লোকগুলো ঠাণ্ডায় খালাস
স্বরে তার কোমলতা ঈদ ঈদ শব্দ,
শহরের চারপাশে খুলে দেয় উছাস
তার পাশ জেগে থেকে আমি করি বন্দ ৷


অর্থের বর্ষণে চারিদিকে চিত্র
শিল্পির তুলিতে যে সর্বদা আসেনা,
তবু ঈদ, আমি ঈদ তোমাদের মিত্র
গেয়ে যাই নিজ গান কেউ কভু ভুলেনা ৷


ছন্দ- মাত্রা বৃত্ত