কেন তুমি আমাকে এ শর্ত আরোপ করো
পছন্দ করেছি কাকে,কেন,কিভাবে বলো
কেন তুমি বোঝনা ভালবাসা তোমাকে চায়
কেন তুমি অযথা ঝামেলায় জড়িয়ে যাও
কেন তুমি তোমার অভিমান সামনে আনো
কেন তুমি নিজেকে আমাদের মতন ভাবো
কেন তুমি আবেগ বিদ্বেষ এগুলো মানো
কেন তুমি ভাবোনা সুন্দর আগামী নিয়ে
কেন তুমি দেখোনা এই চোখদের ভাষা
বিশ্বের যেখানে সুন্দর শহর থাকে ৷


কত কথা তোমাকে বলতে চাই আরো,শোন,বিশ্বাস করবে কিনা আমি জানিনা সখা৷
ভাললাগা হয়নি এরকম মানুষ নেই,কাকে তুমি বলবে,বলে দেখো কে ছিল ঘরে৷
যাতায়ত সময়ে তোমরাও ছিলে-তো পথে,তবু কেন এখন অস্বীকার করছো শুধু৷
তবেকি আমি ভেবে নেবো সব নাটক ছিলো,তবেকি ভালবাসা ক্ষনিক আকুতি ছিল৷
তোমার সময়ের কাছে আমি প্রশ্ন করি,কতটুকু হারালে নিজের সত্তাকে বলো৷