কি অদ্ভূত এ জগতের মানুষেরা
নেই মায়া নেই মমতা নেই স্নেহ
এ কেমন জগত আমি দেখছি
যে জগতে প্রতি সময় প্রতিদিন
ছিন্নভিন্ন হচ্ছে মানুষের স্বপ্নগুলো
যেখানে সুন্দর আগামী দেখবো সেখানে
মূর্খ মানুষেরা তাদের মূর্খতা দেখায় ৷
তবে তারাই শিক্ষিত তাদের মন বিচারে
উচ্চ মাথার ক্ষমতা নাকি তাদের আছে
আবার এটাও আছে মানুষকে হত্যা করে
বুড়ো আঙ্গুল দেখানোর এক অদ্ভুত ক্ষমতা ৷  
যখন শুনি এই মানুষেরা একটি রুটির জন্য
অবুঝ দুটো শিশুকে নির্যাতন করে চোর বলে-
কেড়ে নেয় রুটি তাদের মুখ থেকে,
তারাই আবার স্নেহ ভালবাসার কথা বলে
তারা জানেই না স্নেহ ভালবাসা কাকে বলে
তাদের বোধের লেশ মাত্র যদি থাকতো
তাহলে রাজনের কপালে থাকতো চুমোর পরশ,
তার দেহে থাকতো না রড-শাবলের দাগ
তাকে বরণ করতে হতো না মৃত্যুর স্বাদ ৷
তারপর যখন নয়ন হাওলাদারকে দেখি-  
টাকা চুরির অপরাধে দুই ইঞ্চির পেরেক
ঢুকায় তার কপালে পা টাও কাটবে
এ শাস্তি নির্ধারিত হয় তার জন্য,
অবশেষে বাবা-মা রক্ষা করে তার জীবন ৷
কিন্তু এ সমাজে আরো কত রাজন,
হাওলাদার রয়েছে পথে পথে অত্যাচার
সহ্য করে হয়তো পঙ্গু হচ্ছে হয়তো মৃত্যু
তার একমাত্র অবলম্বন হচ্ছে এ জঘন্য পরিবেষে ৷৷
তারপর মানুষেরা চিন্তাহীন ঘুড়ে বেড়ায়
এক জনপদ থেকে আরেক জনপদ
তাদের হাত সীমাহীন বড় হতে থাকে
অদ্ভুত মানুষ দেখে তাই হাসি পায় ৷
তারা কবে মানুষ হবে এ পৃথিবীতে
নাটক না করে সুন্দর মননশীলতা গড়ে-
উঠবে আমার বাংলাদেশে মানুষকে ভালবেসে ৷৷
অপেক্ষায় রইলাম যুগ-যুগান্ত ধরে
পরিশেষে ক্ষমা চেয়ে অত্যাচারিত মানুষের তরে ৷৷