আমি কোনদিন রাজনীতির কবিতা লিখিনি
আমি কোনদিন মহান পুরুষের কথা ভাবিনি
আমি কখনও ভাবতে শিখিনি কিভাবে
মানুষ এতো মহান হতে পারে ৷
শিশুকাল যখন ছিল তখন মুজিব ছিল
তার চেতনামাখা ভাষণ ছিল অবিরত
মুজিবকে নিয়ে গান ছিল শিল্পির কন্ঠে
চিত্রশিল্পির তুলিতে একটি মুখ কতবার দেখেছি
মুজিব, মুজিব শ্লোগান ছিল ছায়াছবি কিংবা
কবির কলমের প্রবাহমান কবিতার ভাষাতে ৷
আমি কতকাল কতদিন ঘুম থেকে উঠেছি
একটি কন্ঠে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ৷
তারপর কেটে গেল বহুকাল এখন বুঝি
সে-তো মানুষ ছিল আমাদের পৃথিবীতে
তার কন্ঠের সুমধুর ধ্বনি নতুন আলোয়
নিয়ে যায় শেখায় ভালবাসা নতুন করে ৷
তাই কলমের কালিকে কিভাবে বন্দী করি
এ মহামানবের গুণগান না করে বাংলাদেশে,
তুমি আমাকে পুনরায় জন্ম দিয়েছো
তুমি জেগে থাকবে আমাদের লিখাতে ৷
তারপর মুজিব আসবে আসতে থাকবে
যতকাল পৃথিবী থাকে অন্য কোন মানুষের
ছদ্মবেশে, আবার হয়তো ভাষণ শুনবো
যে ভাষণ আমাদের সমাজ চেতনা
জাগ্রত করবে, মানুষ হবে মুক্তিযোদ্ধা
নতুন কোন যুদ্ধে ঝাপিয়ে পড়ে ৷