কেন তুমি আমাকে ভুল বুঝলে
কেন তুমি রাগের মাত্রা সব গায়ে মাখিয়ে নিলে,
কেন তুমি নিজেকে ওজন দিলে
কেন দাঁড়িপাল্লা জীবনের খাতায় ঢুকিয়ে দিলে ৷


কোথায় ভালবাসা দেখালে তুমি
সামান্ন কথায় ভুলে গিয়ে মনকে নাচালে তুমি,
তালে তালে বেতাল শরীরে তুমি
দর্শক বিহীন মঞ্চ সাজিয়ে সফল তুমি ৷


বাজার দর কম কেনাবেচায়
কখনও বিক্রয় হতে চায় ক্রেতা সব উপায়,
তারপর উদাস পাখিরা গায়
ভালবাসা কিরুপ যেখানে বেচাকেনা এখনও হয় ৷


তুমি যদি ভাবতে আমার কথা
তুমি যদি চাইতে আনন্দ অশ্রু খুব সহজে,
তাহলে দেখে যেতে এ মনে গাথা
বিচার ছাড়া মন কত কথা লিখতো কাগজে ৷