এ কেমন কবিতা এ কেমন ভাষা
কর্কশ কন্ঠ কবি হতে চায়,
কবিতায় দেখিনা কোন ভাব আছে
কবি তবু কবিতা নিয়ে পড়ে আছে ৷
কবিতায় কবির কলম ঘুড়ছে
বেদনা, চোখ দিয়ে দেখেও না দেখে
কান্না চোখে এনে কবিতা লিখছে
আল্লাহ আমাদের ক্ষমা করেছে ৷
কবির একেমন আবেগ দেখছি
কবিতায় থাকেনা গরিবের বেশ
শুধু থাকে নিজের সমস্ত লিখা
সমাজ পড়ে থাকে তার গন্ডিতে
আবার এরা কবি হচ্ছে শুনছি ৷
কবিতা কারা লিখে তাদের কাজকি ?
নতুন শিল্পের মাঝে ভালবাসা
না মানুষ ওতার ভালবাসা দেখা
আমি ভাবি সেলিম আল দিনের কথা-
আমাকে বলেছেন, বাস্তব লিখ
অবিরত লিখবে সত্য ভাষাতে,
মা-মাটি মানুষের কথা যেন থাকে ৷
শোন, তোর মধ্যে বাস্তব কম
মা-মাটির গন্ধ তোর গায়ে মাখ
কখনও ছাড়বিনা গল্প কবিতা
ভালবাস মানুষ ও তার জীবন
পড় কবি বইটি, তারা শন্কর
এরপর পুতুল নাচে ইতি কথা ৷
তার কথা এখনও মনে পড়ে শুধু
আমাকে দিয়েছেন শক্তি লিখার,
ভাবছি কবি হয়ে কি কি লিখলাম
মানুষ কবি থেকে কতটা পেয়েছে
যে কবিতা লাভ ছাড়া ঘুড়ে বেড়াচ্ছে ৷
তাই যদি না পারি লিখা লিখবোনা
যারা লিখে অযথা গলা বাজি করে
তাদের মত করে শিল্প জগতে ৷