যদি না পাই মূল্যায়ন কবিতায়
যদি পড়ে থাকে লিখা অযথা
তবু ভেবো আমার কিছু আছে শ্রোতা
যারা কবিতা প্রেমি, ভালবাসে আমাকে ৷
কবিতা লিখে যদি না পাই জনপ্রিয়তা
তবু মেনে নেব আমার অক্ষমতাকে
ভেবে নেবো সুন্দরের পরিচয় তাদের দিয়েছি ৷
বিনিময় নাইবা চাইলাম তাদের কাছে
যখন দেখেছি সুন্দর রুপ এ ভূবনে
এর চেয়ে বেশি আশা করা
বোকামী হলেও হতে পারে কবিতায় ৷
কবিতা লিখি ছন্দ ও ছন্দ ছাড়া
তাতে দেখিনা কোন দোষ ক্রটি
এটি হবে হয়তো জীবন কবিতার নীতি ৷
কবিতা নেশা এটাকে কখনও ভাবিনি পেশা
ভাববো না কখনও পেশা হিসেবে
যখন কবিতা লিখা শুরু করেছি ৷
কবি হবো কবিতা লিখবো কখনও ভাবিনি
কে যেন বলল আমায়, কবিতা লেখ
মানুষের কথা ভাব, মানুষকে ভালবাস ৷
কত কবিতা দেখি ডাউনলোড হয়
পিডিএফ ফাইলে ছেপে নাম করে
তখন ভাবি কবিতা কি শুধু-
বই আকারে বন্দী, তার জীবন নেই ?
কতকাল পড়ে থাকবে এ কবিতা
মৃত্যু যন্ত্রনা নিয়ে পাঠকের কাছে ৷
জানিনা জানতে চাইনা কারো কাছে
কবি সে কি বন্দী খাঁচার পাখি
কবিতার মতন তার কোথায় ভুল
কবি ও কবিতা তবু এগিয়ে যায়
লিখতে চায় তার নিজস্ব ভাষায় ৷