আমার বুকে আর্তনাত ভেসে উঠে
যুগ যুগ ধরে মাটির স্পর্ষে
গাঢ়ো থেকে গাঢ়ো হয়ে থামে
তারপর মনের কোনে মনুষ্যত্ব পালায় ৷
কে কাকে চিনেছে কিংবা দেখবে
যখন বিবেক বিবেককে প্রশ্ন করে
পশুত্ব যখন মানুষ দেহ ছাড়ে
সাদা মেঘ কালোর পরশ চায় ৷
অচেনা রাজ্যে অদ্ভূত খেলায় সিপাহীরা
নিয়মের শৃংখল ভাঙ্গতে তারা পারেনা
যে চোখ ভালবাসার কথা বলে
যে মুখ ভালবাসার কথা বলে
যে হাত ভালবাসার কথা বলে
অচেনা শক্তি তাতেও হানা দিয়েছে ৷
আনন্দ করা যদি হয় দেহাবশেষ
সুন্দরের মাত্রা যদি বেদনায় ঢাকে
মাঝে প্রশ্ন জাগে কেন জন্ম
মৃত্যুকে আলিঙ্গন করে বছর বছর ৷
এরপর মানুষের পরিচয় যাত্রা পথে
মনুষ্য জীবের বিবর্তনে যুগ যুগান্তর
সমাজ সংস্কার কারো মনে থাকে
সংস্কৃতি তাকে ধুম্রজালে বেঁধে ফেলে
ভাবনা হারিয়ে সকলে আমরা প্রতিবন্ধী
অথবা প্রতিবন্ধকতা খুঁড়ে খায় মাথা ৷৷