পাখি তুমি কার ছিলে কার আছো এখনো
দিন এলো রাত গেলো ভেবেছোকি কখনো ৷
যে পাখিরা গায় গান
দূরে গাছে বসে
তারা ছিল ডালে একা
সঙ্গিনী ছাড়া
সুরে তার তাল ছিল রস ছিল তখনো
কাছে থেকে সুর মেলে ধরতেতো পারোনি ৷


একা যারা কত কথা বলে শুধু ভেবেছো
তারপরে তোমাদের ঢেকে তুমি রেখেছো ৷
নদী থাকে জলে ভরা
একা তার পার
পর্বত থাকে শুয়ে
নীল আসমান
জড় যদি এটা বুঝে কই তুমি রয়েছো
সুন্দর একা ঠিক জীবনেও বেধেঁছে ৷


এরপর পাখিদের কোলাহল বাড়ছে
তোমাদের পথে তুমি ভেবে দিন কাটছে ৷