এ কাব্য কোনদিন লিখা হয়নি
কোনদিন লিখা হবেনা যুগ সাক্ষী ৷
এ কাব্য অশ্রু দিয়ে লিখাকলমহীন
এ কাব্য হতাশা বয়ে যায় আলোহীন ৷
এ কাব্য এক নারীর তীক্ষ্ণ দৃষ্টি
যেখানে রাগ ও অভিমান পরিলক্ষিত হয় ৷
এ কাব্য ভালবাসাহীন মানুষের আর্তনাদ ৷
এ কাব্য মুছে দেয় যতো বন্ধন
যেখানে কাব্য শয্যাহীন হয়ে পড়ে থাকে ৷
এ কাব্য রক্তমূল্য দিতে পারেনি
এ কাব্য সৃষ্টির প্রাতলগ্নে উদভাসিত
যেখানে তুমুল প্রেমেও বিচ্ছেদ ঘটে ৷
এ কাব্য মানবতাহীন শ্রাদ্ধ রচনা করে
এ কাব্য প্রাণের স্পন্দন নেড়ে নেয় ৷
এ কাব্য সুখময়তাকে ছুটি দেয়
এ কাব্য বিধাতাকে প্রশ্ন করে
কোন প্রয়াসে ঘটনার আকস্মিকতা ঘটে
যেখানে প্রকৃতির ছোঁয়া দেখা যায়না ৷
এ কাব্য এক অস্থীর মঞ্চ সৃষ্টি করে
যেখানে প্রতিভাবান অনেক অভিনয় শিল্পি অভিনয় করে
তারপর বিখ্যাত হয় ক্ষণিকের মোহে ৷
এ কাব্য সৃষ্টিকে অস্বীকার করে
তাতে বেদনা তাকে মুচরিয়ে খায় ৷
এ কাব্য অশ্লীল ভাষার আগমন দেখে
এ কাব্য অশ্লীলতা সম্মূখে ঘটতে দেখে ৷
এ কাব্য যতো দীর্ঘতর হয়
নিঃশ্বাস ততো থেমে যেতে থাকে ৷
এ কাব্যে রচনা শুরু হতে চায়নি
এ কাব্য হৃদয় স্পন্দন বাড়াতে চায়নি
কোন এক অদৃশ্য ক্ষমতা এটা ঘটিয়েছে ৷
এ কাব্যের সমাপ্তিকাল কখনও ঘটেনি
আর এটি কোনদিন ঘটবেও না ৷
যতোসব প্রেতাত্মা ভাষ্য নিয়ে সে চলবে
যুগের পর যুগ বছরের পর বছর
কোন এক কালে এ কাব্য হয়তো
তোমাদের বা তোমার শুধু মনে পড়বে ৷