বিজয় দিবস যখন এসেছে ফুরিয়ে
গেছে সময়ের কিছু চাওয়া-পাওয়া
হারিয়ে গেছে স্বপ্ন, বন্ধুত্ব, আন্তরিকতা ৷
কেমন জানি হয়ে যাচ্ছে মানুষজন
স্বাধীন মতামতে আর কথা হয়না
চোখের ভাষায়ও এসেছে অনেক পরিবর্তন
খোলা আকাশে সুন্দর সে দেখেনা
এটা নাকি যুগের সময়ের দাবি  !
পরাধীনতা যদি হয় স্বাধীনতার কথা
বন্ধুত্ব যদি হয় হীনমন্যতার পরিচয়
তাহলে পাখির সভ্যতাই ভাল ছিল
মুক্ত আকাশে ঘুরে বেড়ানো যেতো
দল বেধে দেশ হতে দেশ ৷
যুদ্ধ যদি হয় ধংশের বাহক
ক্ষতি যদি কেন্দ্রীয় চরিত্র হয়
শত্রু যদি রুপ পরিবর্তন করে
আদি হতে খোলস পাল্টিয়ে যায়
তাহলে সেখানে সভ্যতার জয়গান হয় ৷
ওগো সভ্যতা পাখিদের কাছে শেখ
সুন্দর দৃশ্য কিভাবে রচনা করবে
কিভাবে মানুষকে ভালবাসবে খোলসহীন হয়ে ৷
এরপর যুগের পর যুগ যাবে
ভাবনাময় মানুষগুলো হয় পাখি দেখবে
ভাবনাহীন মানুষগুলো সেখানেই পরে থাকবে ৷