বাতাসের নাকে দুর্গন্ধ প্রবেশ করেছে
নিশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে
বিষাক্ত ধোঁয়ায় ক্রমস শক্তি প্রয়োগে
বায়ুমণ্ডল পৃথিবী থেকে সড়াতে চাচ্ছে ৷
পাখিরা আকাশ থেকে ঝরে পড়ছে
তাদের দেহ পুড়ে কয়লা হয়েছে
পৃথিবী মঙ্গল গ্রহে আশ্রয় খুঁজছে ৷
ফসলের মাটিটাও বিষাক্ত ধোঁয়ায় ফেটেছে
শস্য কনাগুলো মরে পড়ে আছে
সমুদ্র থেকে মাছগুলো এখন উপকূলে
তারাও রেহাই পায়নি বিষক্রিয়া থেকে ৷
এই অবস্থায় দিশেহারা বৃক্ষের চোখ
তলিয়ে যাওয়ার ভয় শূন্য গর্ভে ৷
নির্বাকের বাড়িতে খেতে বসেছে সবাই
সকলের বাসন পরিপূর্ণ গরম ভাতে
সাদা ভাতগুলো হঠাৎই কালো রুপে
পরিবর্তন হয়ে ধোঁয়ায় উড়ে গেল
বিষাক্ত কালো ধোয়া বাড়ির চারিদিকে
সকলেই মরে পড়ে রইলো মাটিতে ৷
এ এক ভয়াবহ দৃশ্যের ছায়াছবি
পরিচালকহীন প্রতিটা দৃশ্য অবাক কান্ড
রিলগুলো মাঝে মাঝে পেচিয়ে যাচ্ছে
ফিতাতেও কালো ধোঁয়া প্রবেশ করেছে
অবশেষে, সেচ্ছায় রিল হল বন্ধ ৷