কবিতা লিখতে পারিনা মনের মত করে
হঠাৎ কিছু ছায়া এসে বুকে আছড়ে পড়ে ৷
ছায়াগুলো এবার নাচতে নাচতে বলে
কাদের নিয়ে তুমি লিখ অনন্তকাল
যারা দেয়না তোমায় দাম, চোখে যার বিষ
কেন তুমি লিখ এই ছাইপাশ অহেতুক ৷
নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তোমার দিকে৷
তোমাকে বোঝার চেষ্টাই করেনা, বুঝতে চায়না
কি লাভ বলো তাদের দিয়ে, তোমার ভালবাসা ৷
তোমার দৃষ্টিভঙ্গি যদিও ভাল চায়
সমাজ ও প্রকৃতি যদিও তোমায় চায় ৷
মানুষ কেন বাকা দৃষ্টি আনবে ৷
কবিতা কি তবে মানুষকে দূরে ঠেলে দিচ্ছে
এটাতো হতে পারেনা, কবির কোথায় ভুল
জানতে ইচ্ছে হয় সকল মানুষের কাছে ৷
তাহলেকি কবি হয়ে ভুল করেছি !
ভুল করেছি জন্মেছি এ পৃথিবীর মাঝে !
কবিরা কি চায়? চায় মানুষ ও শুধু তার ভালবাসা
কবিতা বুঝতে পারা, সুন্দর দৃষ্টিতে তাকে দেখা ৷
তবু যদি না পায় কবি যথার্থ মূল্যায়ন
তাহলে কবিতা মুড়ে কফিনে ফেলা দেয়াই ভাল ৷