প্রেতাত্মারা মাথার চারপাশ ঘুরে ঘুরে থেমে যায়
অহেতুক নীতিমালা শহর আবৃত করে,
শহরে শহরে কাকের কর্কস কন্ঠ শোনা যায়
তারপর নীতিমালা বেহুঁশ হয়ে পড়ে থাকে ৷
প্রেত নতুন শহর রচনা করে
নখের আঘাতে জমিনে ঘাসে ভরে ৷


কারাগারে দুর্বল প্রতিপক্ষের আচরণ
দাঁতের কামড়ে ছিড়ে ফেলে স্তন ৷


যেখানে ভালবাসা ছিল সেখানটা ঘোলাটে
আস্তানা হারিয়েছে মনুষ্য নগর
তীব্র ভালবাসা, গলে যাচ্ছে শহর
রাজমুকুট পড়ে আছে দৈবিক হাতের মলাটে ৷