শীত তুমি কিভাবে একা একা পরশে ছড়াও
গ্রাম থেকে শহরে কিংবা অনুভবে জাগাও-
কঠিন আনন্দ
কঠিন ভোগান্তি,
সড়কে পড়ে থাকে উদাম শিষ্যরা
অচেতন কামলা গরম অহংকারে
শীতকে ভালবাসে ৷


সফেদ আবরণে দেহবলী যখন
তোমার কথা বলে নিশ্চুপ,
এক পাশে তখন সুখের মেলা বসে
অন্য দিকে সব পলাতক  ৷