কি বিষন্ন চিন্তার প্রকাশ ঘটছে প্রতি-নিয়ত
যেখানে শান্তির আবাসভূমি হারিয়েছে সার্বভৌমত্ব
রুপ-রসের ছিটেফোঁটা খুঁজবো বলে
কত সংঘাতে মস্তক এখানে ছিল জঞ্জালমুক্ত,
পচা দুর্গন্ধযুক্ত জীবানু ক্রমেই বংশ বিস্তারে নতুন বাসস্থানে
নিস্তেজ ব্রেনের সেলগুলো পুরাতন অবস্থানে ৷


সময়ে গলে যাচ্ছে শুদ্ধ পরিনতির বুদ্ধি তালিকা
বিস্তার হিসেবে মহাকাশে সকল গ্রহের তৎপরতা ৷