(১)
যুদ্ধ করেছি
একাত্তর বায়ান্ন
অস্ত্র, কলমে ৷
      
      (২)
ভাষা যখন
বিলুপ্ত কারারুদ্ধ
আশ্রয় মাটি ৷


        (৩)
বুকে স্পন্দনে
জেগে ছিল বাঙলা
এ মাতৃভূমি ৷


       (৪)
শত্রুরা দেখে
বারুদ বোমা না তো
অন্তরে দেশি ৷


      (৫)
লাখো শহীদ
সালাম বরকত
মূল্যে দরদ ৷
  
        (৬)
আর পাবো কি?
অন্তরে সুরোভিত
প্রেমিক বীর ৷


      (৭)
এখন ভাষা
খুঁজে ফিরে একুশ
শতাব্দী শেষে ৷