এখনও দেখি ঐ আকাশে একঝাক মেঘ
এসেছে, কথা বলে ছুটছে কত জমা জল
ভিতরে ধরে রাখে তীব্র তার কত বেগ !
কখনও বৃষ্টিতে মেলে ধরে তাদের দল ৷


সেখানে একবার কতবার গিয়েছি বল !
কখনও দৃষ্টিতে দেখা পেয়ে হারিয়ে ফেলি
যেখানে মাঝে মাঝে ডাকছে শুনি অবিরল৷
এভাবে ভিজে যায় শরীর প্রতিদিন দেখি ৷


তবুও স্বান্তনা হাতিয়ে আগমনে ফুল !
ভিতর থেকে জেগে উঠবে বলে রাতদিন
চিত্রেরা দেখে একদিনে বহু রঙের মিল ৷
যেখানে চিন্তার বাসভূমি এনেছে ভ্রুন ৷


এখানে অভিনয় দেখেছি আরো ছিল ভুল!
ভিন্নতা ছিল বুকে কিছুটা অভিমান করে
আকাশ ধরেছিল কেন্দ্রে ঘুড়ে ছিল মূল ৷
এভাবে কতকাল যুগের পর যুগ আসে ৷


এরপর ভিন্ন আবেদন সরিয়ে ছিল ৷
যা ঢেকে গিয়েছিল কল্পনা করতে গিয়ে
অভ্যুদয় হয়েছে নতুন কোন মনবল ৷
তখন দূরে থাকে বিষয় কোন অভিপ্রায়ে ৷