পেন্সিলে এঁকে ছি কালো, সাদা, হলুদ রঙ
যেখানে ঘুমন্ত
আলো রেখা হারিয়ে
খুঁজেই বেড়াচ্ছি চিত্রের পূর্ণ রূপ ৷


এখানে পদার্থ নিজে কথা বলতে চায়
সামনে এসে কিছু রূপের খেলা ভাবনায়৷

কখনো মনে হয়েছিল যে, প্রকৃতির দেয়া
অনুগ্রহ বিশেষ
প্রতিভার আবেগ
এভাবে বাড়ন্ত, ক্রমে পিছিয়েছে আলো ৷


সেখানে মাঝে মাঝে চিত্র ঘোলা হয়ে যায়
নতুনভাবে শিল্পীর তুলি তা এঁকে দেয় ৷


সেটা দিয়ে লিখছে যতসব জারজ কথা
হচ্ছে সে উদার
ভালবাসা বিশেষ
তাকে দেখা যে কোন মানুষের ভাগ্যে সাথে৷


এভাবে প্রতিদিন ক্লান্তি বাড়ে অবশেষে
ভেঙ্গে পড়ে আগা, শক্তি জিরো অভিলাষে ৷


তখন শুনি কারো অপেক্ষা করছে শুধু
নতুন কোন লিখা
লিখে কোন কাগজে
শক্তি ফিরে পেয়ে ক্ষমতা বুঝতে পারে !


এরপর সৃষ্টি খুঁজে ফিরে সত্তা কোন
যে দিতে পারে রূপ আর এক কাঠামো গুণ ৷