আমি ঘুমিয়ে গিয়েছি -
ঘুমিয়েছিলাম অনন্তকালের জন্য
সুখের স্বপ্ন দেখার মিছিলের জন্য
ক্লান্ত মাঠে কাটা ঘাস এড়াবার জন্য ৷
কিন্তু ! ঘুম ভেঙ্গে গেল কারো কান্নার শব্দে
বহুবছর পর আমি দেখলাম পৃথিবীর মুখ
কেমন যেন ঘোলাটে আলোগুলো ছুটে এলো
কানগুলো খাঁড়া হলো-
তীব্র চিৎকার এবার কানে এলো !
"তনু.... তুই কোথায় গেলি রে 'মা'
আমাকে রেখে একা কত কষ্ট পেয়ে
আজ পৃথিবী ভেঙ্গে পড়ছে মাথার উপরে"৷
এ কোন বিলাপ শুনছি পুনরায় আগমনে
কোন স্বপ্নের মৃত্যুতে আবার আঁধার ডাকে
বাতাসকে প্রশ্ন করি, ভোরকে প্রশ্ন করি
কোন কারণে বৃদ্ধের চোখে পানি !
"......আমি তো সুখের স্বপ্ন দেখছিলাম
নতুন হাসিতে আকাশে চাঁদ উঠবে ......"৷
আমাদেরও ইচ্ছে ছিল হে কবি
নতুন সুসংবাদ-এ তোমাকে জাগাবো ৷
পারি নি  ৷ পারি নি ৷
কেড়ে নিয়েছে ভবিষ্যতের আলোর সম্মান
কিছু নারী লোলুপ চোখের সেচ্ছাচারে
কত কালের স্বপ্ন হলো দাফন ৷
বিচিত্র মানুষের ভিড়ে পড়েও ছিল অনেকক্ষণ
অকালে ঝড়ে যাওয়া তনুর দেহখানি ৷
মা ছিল বসে তার প্রিয় খাবার নিয়ে
আজও বসে আছে তার তনু আসবে বলে ৷
........... আমি কোন ভোরের কথা বলবো ভাষাহীন ৷
কোন স্বপ্ন দেখবো নারীকে অপমান করে ৷
সভ্যতা মুছে ফেলে.....কি বলবো তনুকে
তার মাকে, তার বাবাকে, নারীর অসহায়ত্বকে ৷
আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো ৷
তাহলে, সভ্যতাকে আদিম চাদরে ঢেকে
চল ঘুমিয়ে পড়ি ৷ .... তবে -
হে প্রভু, মানুষকে মানুষ হতে সাহায্যে করো ৷