এখনো পাপমুক্ত হতে পারিনি ৷ এখনো ৷
কত কান্না আমাকে জর্জরিত করে ৷ এখনো ৷
সুখের ভেলাগুলো কেমন উল্টে যাচ্ছে ৷ এখনো ৷
যেখানেই ভালবাসা উপচে পড়ছে
সেখানে ছুড়ি নিয়ে কোরবানি করছি ৷ তখনো ৷
কোন লাভে কোন স্বেচ্ছাচারে চোখগুলো মৃত ;
দেহকে খুঁড়ে খুঁড়ে খায় ৷
এই জনপদে ভূমির উপরে সোনালী ফসল ফলবে ৷ বলোনি ৷
এখন, যখন তখন মরে যায় ফসল কলিও ফোটেনা !
এখনো পাপমুক্ত হতে পারিনি ৷ এখনো ৷
যে শিশু নবাগত বুঝেও না ৷ একটুও ৷
তাকে কোন মোহ আবেগে ভাসাচ্ছি ৷ ভবিষ্যতে ৷
কোন খেলার ছলে শিখে ফেলে বিবেকহীন বিদ্যা ৷ ভবিষ্যতে ৷
এতে রক্ত ঝরে নিজে পুড়ে যায় পাপাচারে ৷ বর্তমানে ৷
সভ্যতাও পুড়ে যায় লজ্জাকর কষ্টে ৷
এখনো পাপমুক্ত হতে পারিনি ৷ এখনো ৷