কেমন কবিতা লিখলে শান্ত হবে তুমি বল আমাকে একটিবার,
কোন কবিতাটি দেখলে চোখের ঝরনা বিলীন হবে আরো একবার ৷
কোন ভাষা দিয়ে তোমাকে লিখবো, এখন আমিও ভাষাহীন অপমানে,
আইনের চোখে আমিও দাঁড়িয়ে বিচারক ও বোধের বড় আদালতে ৷
কোন কবিতাটি লিখলে বাঁচবে তনুদের মত কচি হাজারও প্রাণ ৷
কোন কবিতাটি লিখলে মায়েরা শান্তির ঘুম দিয়ে অজস্র দুঃখ করবে ম্লান ৷
কোন লিখাগুলো লিখলে পক্ষ-বিপক্ষ হয়ে দ্বন্দ্বের সীমা থাকবে না কোনকালে,
এমন একটি কবিতা রচনা করার প্রয়াসে ঘুরে বেড়াচ্ছি আনাদি কালের স্রোতে ৷
কোন কবিতাটি লিখলে বাতাসে সুবাস ছড়িয়ে পড়বে বাঙলা মায়ে ৷
যেখানে সাহসে পথচলা আরো সুন্দর হবে ৷
কবিতায় কোন ভালবাসা এলে রক্ত দেখতে হবে না আমাকে রাজপথে বারবার ,
কী সোহাগ এলে কবিতায় চুমু এঁকে দিবে তুমি স্নেহ মায়ার বাঁধনে আরেকবার ৷
আমাকে বাঁচতে সকল বোধকে বাঁচাতে এখনো পথের গলিতে আর যাবো কয়বার,
কবিতা কখন তুমি আমাদের ফুল উপহার দিবে যান্ত্রিক দেহ করে সৎকার ৷
এমন একটি কবিতা লিখার প্রয়োজন আছে আমার বাঙলাদেশে ৷
আমার সোনার দেশে ৷


ছন্দ-মাত্রা বৃত্ত