এখানে সভ্যতা ছিল-তো গ্লাসের ভিতরে
হ্যা, তা-তো ক্ষণিক আগেও চোখে পড়েছিল
দিব্যি উড়ে গেল হাওয়ায় মিলিয়ে গেল
ধরতে গিয়ে হাত ফসকে চলে গেল শূন্যে ৷
সে হাওয়া হঠাৎ লাগে দেহ কিংবা মগজে,
তারপর আমরা আত্মহারা হই, বিকশিত হই প্রেম জোয়ারে ৷
এতে লাভ থেমেই থাকছে অদৃশ্যে শুধু
লাভের অংশতে হৃদয় অনুভূতি শুধু ৷
এভাবে সভ্যতা ধরতে পারবো কী আমরা !
কানের কাছে,বলে অদৃশ্যে কোন এক ক্ষমতা ৷