পাগল পুনর্বাসন প্রক্রিয়ায় এসেছিল তারা
ঝড়ও ছিল কিছুটা তবুও পোশাক দায়বদ্ধ
গায়ে জড়াতে হবেই রেশমি এ চাদরের ধারা
ভিজলে শুকিয়ে ফেলবে দেহ পবিত্র রাখার শব্দ ৷


মানসনেত্রে যেখানে কিছুটা রোদের দরকার
ঐ জায়গায় ধুলো কনা ইভেন কীটের আলোটুকু
সমস্থ জায়গা ঘুরে যাত্রাপথে মিলে বিরতির
চার্জ থাকে সাথে সাথে অন্ধকার হলে ফের পিছু ৷


আবাস স্থলের মাটি মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠে
জলের ভিতরে বক সাতার কেটে হাঙর ধরে
দাতে কিছু লেগে থাকে হাড়ের অংশ বাকীটা মুঠে
পুরষ্কার ঘোষণায় নতুন মুখে বকেরা ঘুরে ৷


অতপর শূন্যেদল চোখে পড়ে লতাপাতা শুধু
মাটি আঁকড়ে ভিতরে টেনে হেচড়ে ছিড়ছে শুধু ৷