এখন অনেক রাত
গভীরতম অধ্যায় শুরু হওয়ার প্রতিক্ষায়
ভিনগ্রহের মানুষ ঘুরে বেড়ায় পথে পথে
কারো কোন চাওয়া-পাওয়া নেই
আবার কারো চাওয়া-পাওয়া আছে ৷


সেই রাতে একটি কাক এসে বসল আমার পাশে
প্রশ্ন করলো- "আমাকে কেন এখানে আসতে হলো" ?
দীর্ঘতম উত্তর দেওয়ার সাহস হলো না
দীর্ঘতম প্রশ্নের সম্মূখিন হবো কখনো ভাবিওনি ৷


শুধু এতটুকু বললাম-
সাদা পায়রার আকর্ষণ ছিল আমার
কিন্তু তা আজ স্বপ্ন বিলাসে বন্দী ৷


কাকটি ঊড়ে চলে গেল খাবারের খোঁজে ৷


অবশেষে ভেবে দেখলাম-
কাকটির অবস্থান যাইহোক
সে স্বাধীন অবস্থানে আছে
যখন যেখানে চায় ঊড়ে বেড়ায়
আমি শুধু জড়তায় পড়ে আছি ৷