ভুল যদি হয় সকলি ভুল
তাহলে সঠিক কিভাবে থাকে কেন্দ্রে !
হারিয়ে গিয়ে যদি মনে হয় সকলি হারালাম
তাহলে পাওয়ার স্পর্শ কেন মনে জাগ্রত হয় ?
পরাজয় যদি হীনমনতার সূত্র হয়
তবে সফলতার অক্ষর কিভাবে বেঁচে থাকে !
কল্পনা যদি তের নদী পার হতে পারে
তাহলে বাস্তব কেন স্থবির হয়ে পড়ে থাকে ?
শিক্ষা যদি সব কিছুর মানদন্ড হয়
তাহলে অশিক্ষা কেন বার বার চক্রহারে পিছনে ছুটে !


অাসলে ছোটাছোটির জীবনে
সকল কিছু দ্বন্দ্বকেই ভালবাসে
তাই মাপকাঠি দিয়ে আসলকেই খুঁজে নেয়া যায়
আর এটাও হতে পারে- বিবেকের কোন অংশবিশেষ ৷