আমার চোখ বসে নেই
প্রতিনিয়ত সে দেখছে অদ্ভুত দৃশ্যাবলী
আবার দেখছে ভালোবাসা অপরিসীম
আমার চোখ বসে নেই ৷
নৃত্যের ঝংকার যেমন মনে ক্ষণিকেই আনন্দ যোগায়
গানের সুর যেমন মনকে প্রসারিত করে
সেটি মনে হয় কানের কার্য হিসেবে ধরা হয়
মনে হয় কান বুঝি ইশারা করে মনকে
তাই মন উজ্জীবিত হয়
আমি বলবো চোখের দেখা সৌন্দর্যই
কানকে ইশারা করে
আর মন ভেসে বেড়ায় তুমুল আনন্দ নিয়ে
ক্ষণিকের পর্যবেক্ষনে ৷


আবার শাসনের জোয়ার যখন
আকাশে ধোঁয়া হয়ে উড়ে বেড়ায়
তখন সেই ধোঁয়া মনে হয় নাক দিয়ে ঢুকে যাচ্ছে
কিন্তু নাকে ঢোকার আগে ধোঁয়ার গতিপথ
চোখ দেখে ফেলে এর অন্ধকার তাপ সমূহ
যা মনের ভিতরে প্রতিবাদ প্ৰভাবিত করে
এভাবে চোখ দেখতে থাকে চোখের সৌন্দর্য
বয়সের শেষ অবধি ৷