তোমার ভিতরে একটি রাজ সিংহাসন আছে
সেখানে তুমি রাজা হতে পারো, আবার রানী হতে পারো
আবার সেখান থেকে একটি ফুটপাতে বাড়ি ক্রয় করতে পারো
তোমার রাজ্যে সীমানার ওপারে কিছু নেকরে বসে থাকতে পারে
আবার কিছু সুন্দর ঘোড়া তোমাকে মহাদেশ ভ্রমনের জন্য অপেক্ষা করতে পারে
তুমি নেকরেদের গুলি করে মারতে পারো
আবার নেকরেদের খাঁচায় ভরে পালতে পারো
ঘোড়াদের অসুন্দর রং সাজিয়ে গাধা বানিয়ে
ফুটপাতে সার্কাস করতে পারো ।


তুমি তোমার রাজ সিংহাসন সাজিয়ে রাখতে পারো
সেখানে কিছু মাটির পুতুল রাখতে পারো
তারা রাতের গভীরে তোমার সাথে কথা বলতে পারে
আবার শুধু স্টেচু হয়ে নিরব থাকতে পারো
তুমি তোমার সিংহাসনের বাইরে একটি মাঠ রাখতে পারো
সেখানে একা ফুটবল খেলতে পারো
অথবা পক্ষ-বিপক্ষ দুইটি দল রাখতে পারো
সেখানে স্বর্গের ফেরেশতারা খেলতে পারে
শয়তানও খেলতে পারে
ইচ্ছে হলে-
তুমি সেখানে রেফারি হয়ে নিজেকে নিয়ন্ত্রন রাখতে পারো ।


রাজ সিংহাসনের পিছনে একটি নদী থাকতে পারে
সেখানে তোমার জন্য একটি বোট রাখতে পারো
সেই বোট দিয়ে-
চারিদিক ঘুড়ে সুন্দর কাশবন দেখে আসতে পারো
আবার বোট দিয়ে বিপাশার ঘরে আগুন দিতে পারো
তুমি তোমার সিংহাসনে বসে যা খুশি তাই করতে পারো ।


তোমার সিংহাসনের মসনদ তোমার হাতে ন্যাস্ত
তার চারপাশে থাকে সুন্দর ও অসুন্দর দু’টি শব্দ ।