শীতে কম্বলের তলে শুয়ে ভাবছি
কত সুখে আছি
মানুষের কোলাহল নেই
যন্ত্র সাইকেলের অদ্ভূত শব্দ নেই
নেই ঠান্ডা বাতাসের কোন স্পর্ষ
কেউ বলে না এখানে শুয়ে আছিস কেন
কোন রাজার কোন কথা শুনতে হয় না এখানে
বলতে হয় না আমি অসহায়
আমাকে আশ্রয় দেও তোমাদের দেশে
আনন্দের সাথে কত খাবার খেয়েছি
আল্লাহকে ডেকেছি
কাউকে বলতে শুনিনি এখানে অভাব আছে
মোনাজাত করে নিজের কথা ভেবে শুয়ে আছি


আসলে কী এই কম্বল নিজের জন্য
এই দেশের সুখ একার জন্য
ভালবাসা শুধুমাত্র পরকাল কেন্দ্রিক
তাহলে যারা পড়ে থাকে খোলা আকাশের নিচে
তবে কী তারা ও তাদের শরীর অন্য কোন গ্রহের থেকে এসেছে
তারা বিচার দেয় না কোন আদালতে
তাদের কোন সংসদ নেই
সংসদ সদস্য নেই
রাজা নেই
জজ নেই
আইনের কোন অধিকারে তারা নেই


তারা ভাসমান পথ শিশু, তারা ভাসমান কোন মানুষ
যারা প্রভু বুঝে না, তার নিয়ম বুঝেনা
তারা খাবারে, পোশাকে, আশ্রয়ে নিজের আনন্দ খুঁজে
যাদের একটু সুখ হলো অসীম স্বর্গ |