তোমাকে কত কথা বলতে চাই প্রিয়তমা
যেমন ধর- তোমার দেহে ক্ষত চিহ্ন পড়েছে
অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকি আর বলি-
শরীরে মলম লাগাতে পারো না !
কিন্তু নিজে সহযোগিতা করি না ৷
আবার ধরো পুরোনো জামা পড়ে আছো
সেটি খুলে নতুন পোশাক পড়তে বলছি
কিন্তু নিজে কিনে দিচ্ছি না !
তোমার মুখ ফ্যাকাশে বিবর্ণ শুষ্কতা ধারণ করেছে
তখন ফেয়ার এন্ড লাভলী কিংবা তিব্বত স্নো অথবা ফেইস ওয়াস লাগাতে বলি
কিন্তু নিজে লাগিয়ে দি... না ৷
তোমার অঙ্গ ঝলমল করুক সেই কামনা কতভাবে প্রকাশ করে যাই ৷
আবার তোমাকে সাথে নিয়ে রমনা উদ্যানে যখন ঘুরতে যাই, তখন কিছু বিশ্রি দৃষ্টি তোমার দিকে তাকিয়ে থাকে কিন্তু প্রতিবাদ না করে সেখান থেকে চলে এসে তোমাকে শালীন কাপড় পড়তে বলি ৷
কিন্তু তখন তুমি শালীন কাপড়েই ছিলে ৷
তাহলে কী হল-
দুটো দৃষ্টির প্রকাশনা সুদৃঢ় হতে বাকী কই ৷
আমার আমাকে আমি আর চিনতে পারিনা
তবে তোমাকে চিনবো কী করে প্রিয়তমা ৷