আমি যখন কবি হতে গেলাম
তখন কোন এক বাড়ির রোজিনা তার ৮ বছর বয়সের মেয়েকে রেখে কাজে গেল
বেড়ার ফাঁক দিয়ে আসমান থেকে নাজিলকৃত এক বুড়ো
তাকে নিয়ে ফুটবল খেলবে ভাবতে ভাবতে
তাকে নিয়ে ফুটবল মাঠে খেলতে চলে গেল
রোজিনা চোখের টিভিতে দেখলো তার মেয়েকে ল্যাং মেরে
ফুটবল মাঠে ফেলে দিছে
দৌঁড়ে সে বাড়িতে এসে দেখে ল্যাং মারার কাহিনী সত্য হয়ে গেল
রোজিনা কাঁদতে শুরু করলো
তার মেয়েকে ফুটবল মাঠ থেকে যখন ফিরে পেল
তখন তার জার্সির প্যান্ট ছিড়ে গেছে
যাদুর আতর সেটাকে ভাল করতে পারছে না


এভাবে রোজিনারা রোজিনাদের সন্তানেরা
অহরহ পরে থাকে ফুটবল মাঠের যেখানে সেখানে
যার প্রতি উত্তরে - বুড়োদের ল্যাং মেরে ফেলে দিতে হবে
ময়লার স্তুপে
যেন ছিড়তে না পারে কারো শরীরের কোন অংশ,
চাই তাদের ধ্বংস ৷