স্তুপের ভিতরে হাজারো লাশ
একটি লাশ হঠাত দাড়িয়ে গেল
বিড়বিড় করে বলতে লাগলো-
কে আমার ঘুম ভাঙ্গালো ?
শান্তির ঘুম
যে ঘুম আমি পেয়েছিলাম দেশকে ভালবেসে
শকুনের বিরুদ্ধে লড়াই করে
ভাষাকে বুকে ধারণ করে
একটি পরিনত জাতি দেখার প্রয়াসে
কে ? কে ? আবার আমার ঘুম ভাঙ্গালো !
কথাটি বলতে বলতে লোকটি আমার কাছে চলে এল
এ-কী ? তার কপালে বাংলাদেশ লেখা
বুকে লেখা জহির রায়হান
আমি জিজ্ঞেস করলাম- আপনি কী আমাদের সেই জহির রায়হান
যাকে শকুনেরা নির্মমভাবে হত্যা করেছে
উনি বললেন হ্যা, আমি সেই জহির রায়হান
তুমি কে যুবক ?
আমি বললাম-বাংলাদেশের ভূমিকম্প,
যার কম্পনে আপনার ঘুম ভেঙ্গে গেছে
দুংখিত
আপনাকে কষ্ট দেয়ার জন্য ৷
বালক-তুমি আমার ঘুম ভাঙ্গিয়ে ভালোই করেছো
একদিকে রাজতন্ত্র, একদিকে গণতন্ত্র
শহিদ হয়েও কেন জানি আমি অসহায়
মূল্যেহীন বাঙ্গালির রক্ত হয়েছি
মিথ্যা রাজ্যের নাগরিক হয়েছি
একটি পিপড়া হতে পারি নি
যারা দলভুক্ত সঠিক আয়োজনে সকলে মিলিত
আমি বললাম-এভাবে ভাবছেন কেন মান্যবর ?
আপনার বুদ্ধিতো কিছু লোক ধারণ করে
তারা যেমন সাইক্লোন কিংবা ঝড় হতে পারে
তেমনি একটি আনবিক বোমাও হতে পারে যে বোমার বিষ্পোরণ কলুষিত দেহ পুড়িয়ে
একটি নতুন দেহ আবিষ্কার করতে পারে ৷
মান্যবর :
আপনার কিছুটা রক্তের ফোঁটা আমাকে দান করুন
আমি বাতাসে তা ছড়িয়ে দেব ভুমিকম্পের প্রাক কালে
অবশেষে, আমাকে ক্ষমা করবেন শ্রদ্ধেয়
আপনার ঘুম ভাঙ্গানোর জন্য
ভালবাসা রেখে গেলাম আপনার জন্য ৷