আমি প্রশ্ন করতে চাই ঐ সব মানুষকে
যারা সভ্যতা এনেছিল এ পৃথিবীর বুকে
যেখানে একটি শিশু
একটি কোল মুক্ত থাকবে জড়তা থেকে
একটি চিহ্নিত কালি মায়ের মাথায় অবনত হবে ৷
আশ্রয় স্থান
অথবা বাসস্থান
স্বাধীন হবে ৷
স্বাধীন হবে
প্রভুত্ব বেড়াজাল
সাদা চাদরে ৷


কোথায় তারা, যারা চেয়েছিল সভ্যতা
তারা কোন লাশের ঘরে থাকে
আরেক পাশে শত শত লাশ
শত শত লাশ কান্না করে মরে
থুথু দেয় সভ্যতা কর্ণ ধারের গালে ৷


আজকে অভিশপ্ত গ্রেণেড, মাথা খুঁড়ে খায়
নতুন সৃষ্ট কার্য নিত্য সমস্যায়
ভুলের মাশুলে দিক দিশেহারা
তদাকরি করা দুটো চোখ লজ্জাহীন
ইতর বিশেষ নতুন লিঙ্গের আর্বিভাবে
প্রভুর চোখে গড়িয়ে পড়ে জল
প্রশ্ন করে- মানুষ অবস্থান কোথায় ছিল !
অবশেষে আমায় নিঃস্ব করে দিল ক্ষমতা লোভে ৷