তোমার চোখে তাকাতে ভয় হয়
তাই বলে ভেবো না তোমার ক্রোধকে ভয় করি ৷
কারণ সেই ক্রোধ ক্ষণস্থায়ী ৷
তোমার চোখের গভীরে ভালবাসার স্থায়ীত্ব হৃদয়ে ভয় জাগায়
যে ভালবাসার ওজন হয়তো পাল্লার সীমানা ভেদ করে
কঠিন সমীকরনে নিয়ে যাচ্ছে ৷
তবু তুমি প্রায়ই আমাকে বল
তোমার চোখে তাকাতে ৷
বারবার বলো, একবার তাকাও আমার চোখে
মায়ার বন্ধন আরো গাঢ়ো হবে ৷
তোমাকে আমি বুঝাতে পারি না
সমুদ্র আমি ভালবাসি
নদীও আমি ভালবাসি
পাহাড়ও আমি ভালবাসি
আকাশও আমি ভালবাসি ৷
সমুদ্রের কাছে যাই না, কারণ বেশি কাছাকাছি গেলে সমুদ্র যদি তার গভীরতম স্থান আমায় পরিদর্শন করায় তাহলে-
তখন ভালবাসার অর্থটা হারিয়ে যাবে ৷
নদীর কাছাকাছি যাই না, কেননা স্থায়ীত্ব আবাস স্থাপন হলে যদি নদী তার শরীর পরিদর্শন করতে বলে তাহলে-
তখন ভালবাসার অর্থটা হারিয়ে যাবে ৷
পাহাড়ের উচ্চে উঠতে গেলে পাহাড়ও যদি বলে নিচু সীমানায় চলে এসো তোমাকে একটু আলিঙ্গন করবো, তাহলে-
তখন ভালবাসার অর্থটা হারিয়ে যাবে ৷
আকাশের সংস্পর্ষ অথবা তাকে ধরার মন বাসনা প্রকাশ করি না, যদি আকাশ তার সাথে মিশে যেতে বলে তাহলে-
তখন ভালবাসার অর্থটা হারিয়ে যাবে ৷
তোমাকে ভালবাসি গাণিতিক সূত্রহীন পরিমিত পর্যায় থেকে
যেখানে হারিয়ে যাবে না ভালবাসা অথবা সম্পর্কের অথবা চোখের কোন চাওয়া পাওয়া ৷৷