তোমরা না বললেও সেইদিন একদিন আসবে
তোমরা যারা ধর্ম নিয়ে নিজস্ব গান গাইছো
অন্যেকে গালি দিচ্ছো
নিজের মতামতকে প্রাধান্য দিচ্ছো
তোমার অনাগত সন্তান, স্রষ্টার হাসি নকল করে
একদিন তোমাকে নিয়ে হাসবে আর বলবে : সেইদিন আসবে |


তোমরা না বললেও সেইদিন একদিন আসবে
তোমরা যারা টুপি পড়া লোকটিকে নিয়ে ব্যাঙ্গ করছো
ধুতি পড়া লোকটিকে নিয়ে মুচকি হাসছো
রাসূলকে গালি দিচ্ছো
শ্রীকৃষ্ণকে নিয়ে হাস্যরসের বৈঠক করছো
বু্দ্ধদেবের সাধনাকে নিয়ে মজা করছো
যীশুকে শিশু বানিয়ে এক ধর্মে প্রাধান্য দিচ্ছো
মনে রেখো- এখন তুমি ছাড় পেলেও আধুনিক মনের কাঠগড়ায় তুমি জ্ঞানহীন শিশু বলেই একদিন বিবেচিত হবে
তাই বলছি- তোমরা না বললেও সেইদিন একদিন আসবেই |