আজ অনেক দিন পর নিজেকে নতুন করে চিনলাম,
ভেবেছিলাম আমি পাল্টে গেছি,
কিন্তু না সেই আগের মতই আছি।
অযথা, শীতল ছায়া ফেলে,
রোদ মাথায় নিয়ে ছুটছি।
ঘুমকে হাতের মুঠোয় দলামলা করে,
মায়ার খেলা খেলছি।
অন্ধকারে মোমের আলো ঝরছে,
তুমি স্বন্ত্বনার হাত বাড়িয়ে,
সব নাও সরিয়ে।
তোমাকে পাবো ভেবে যেভাবে চলছিলাম পথ,
থামিয়ে দেবো সব তোমাকে পেয়েছি ভেবে।
খুলবো তোমার উসখুস খোঁপা,
উৎসাহে হাসবো অট্টহাসি।
আবার সচেতন হয়ে নিজেকে চিনে,
ঝরাবো অশ্রুজল,
আমি যে তোমার কাছে ঋণী।