তোমাকে ঠিক ভালোবাসি কি জানি না,
তবে গভীরভাবে তোমাকে পেতে চাই।
তুমি যখন অভিমানে মুখ লুকাও,
মনে হয় এই ভবে কোন আলো নাই।
সান্ত্বনার ভাষা খুঁজি,
সেটাও যেন গেছে ফুরাই।
মন ভালো নেই।
নিরব হৃদয় আমার,
তোমার হৃদয়কে জাগাতে চাই।
প্রেম-ভালোবাসার দোহায় দিয়ে তোমাকে চিনতে চাই।
মনকে স্বাধীন করে তোমাকে দিয়ে,
বিশৃঙ্খল জীবনে শৃঙ্খল আনতে চাই।
তোমার চোখে চোখ রেখেই,
মৃত্যুর আঘাতে আহত হয়ে নিরব ঘুমে ঘুমাতে চাই।
কল্পো জগতের মানুষ আমি,
স্বপ্নের রাজ্যে রানীর দাবীতে,
ঘুম ভেঙে জেগে উঠে,
প্রার্থনার হাত তুলি তোমাকে পাবার আশায়।
জানি না পাবো কি না ,
তবে পাগলের মতো সময়ের স্রোতে ভেসে,
একদিন ডুবে যাবো।
আমার নিরব হৃদয় তোমার হৃদয়কে জাগাতে পারবে কিনা জানি না,
তবে জাগানোর বাসনায়,
তোমার হৃদয়ের যে স্পর্শ আমার হৃদয়ে লেগেছে,
তা থেকে যাবে......
আমি রাতের নির্জনে বসে,
আমার ব্যার্থ হৃদয় জাগানোর গল্প নক্ষত্রদের শোনাবো।
জানি সেদিন তোমার সময় থাকবে না,
আনন্দ স্রোতে, সুখের সাঁকো পেরিয়ে,
অন্যের বাহুর ঘেরে আবদ্ধ হয়ে,
তোমার চুলের ঘ্রাণ অন্যকে বিলাবে।
আর সেদিন আমি যুগের অতীত এক কাল হয়ে নিরব অসহায়ের চোখে চেয়ে রবো........