আমি বড় অসহায়,
নিরব চোখের জল, মরণ কিটে আক্রান্ত শরীর,
শিরায় শিরায় অসহায় রক্ত ঘুরপাক খায়।


মাঝে মাঝে মনে কিছুটা সাহস নিয়ে,
বক্ষ পাতি এই ধরায়।
শাঁ শাঁ শব্দে ধেয়ে আসে বিষাক্ত বাতাস,
আমি প্রেমিক আর প্রেমিকা সে,
প্রেমের আবেগে, সোহাগে, আদরে,
কামড়ে, খামচে ক্ষত-বিক্ষত করে আমার শরীর।


তবুও সে বেশ্যা নয়, সে কলঙ্কিত নয়,
প্রেমিকা সে, নিরব দাড়িয়ে অট্টহেসে,
আমার মুখের দিকে থাকে চেয়ে,,,,,,,,,,,,,,,,,,,,,
ধীরে ধীরে আমি কালের স্রোতে হারায়,
আমি বড় অসহায় ।