অন্ধকারের বুক চিরে, ভোরের সোনালী রোদ,
আমার জানালার ফাঁক দিয়ে উকি দেয়।
আমাকে নিয়ে উপহাস করে অট্ট-হাসে।
কারণ, সে জানে,
যে বেশ কিছুদিন আগেই মায়াবী গাঢ় এক সুন্দরীর মুখ ভালোবেসেছি।
থরো থরো কেপে ওঠা মাঘের শীতের মতো লজ্জা রাঙা তার ঠোঁট।
নরম ঘাসের মতো চুল।
ঘুঘুর বুকের মতো নীরব সোহাগ মাখা হাত।
আমি চোখ বুজেই হাত বাড়াই,
জানালার পাল্লা কোথায়?
আমি ঘুমাতে চাই।
কিন্তু না আমার হাত যেন অবুজ বালকের মতো তার মুখে শিশির মাখায়।
সেও নিরব থেকে শীতল শিশিরের হীম অনুভুতি কুড়ায়।
আমি বিড় বিড় করে বলে চলি,
এই পৃথিবীতে উড়ে উড়ে কোন পাখি কখন যে কারে ভালোবাসা শেখায়?
জেনে নিবো চোখ মেলে যদি তোমাকে পাই।......