বিরহ যদি আসে, আসুক, ভয় কিবা তাতে?
ছাড়বো নাকো তোমায় আমি, যখন রেখেছি হাত হাতে।
সুখ পাখি যাক উড়ে, বিরহ ব্যাথায় থাকবো জেগে রাতে,
দুঃখ মেনে ধৈর্য ধরে থাকবো বেঁচে, থাকলে তুমি সাথে।
রুদ্ররূপে তীব্র কষ্ট আসে যদি তেড়ে,
বুক ফুলিয়ে দাড়াবো আমি, তোমায় দিবো না নিতে কেড়ে।
গগন যদি মারতে চাই মোর, মাথায় বজ্র ফেলে,
চেষ্টা তাদের তুচ্ছ করে থাকবো বেঁচে, তোমায় পাশে পেলে।