চল, চল, চল সবাই
তিমির রজনী দুর করে,
বাংলার আকাশে শুকতারা জাগায়।
চল, দূর্জয়শক্তি সম্পদ করে,
ঘর থেকে বাহিরে,
বাংলাকে পূর্ণকর্মে সাজাই।



চল, চল, চল সবাই
দুরগন্ধযুক্ত সমাজমাঝে,
অক্ষয়পূর্ণ সৌরভ ছড়ায়।
চল, স্বপনের দ্বারে;
দুঃস্বপ্নের আতঙ্ক হতে,
বাংলা মাকে বাঁচাই।



চল, চল, চল সবাই
কাঁধেতে কাঁধ মিলিয়ে,
হিংসানীতি দুর করে,
নেমে পড়ি মানব কর্মে।
চল আজ রাজপথে,
দেশের চাকা সচল করে,
বাংলা মায়ের করুন দিনে,
মঙ্গল আনি সবাই মিলে।