একদিন এই পৃথিবীর পরে আমারে পাবে না কেউ খুঁজে,
হারিয়ে যাবো আমি আঁধারের মাঝে চোখ বুজে ।
বরফের মত হিম হয়ে আমার হৃদয় যাবে মরে,
লুকাবো আমি বাঁশবনে নিরব নির্জন মাটির ঘরে ।
হারিয়ে যাবো আমি অভাব,অভাব আর অভিশাপের বিষে,
হতাশাকে বুকে চেপে এক নিমিশে আঁধারে যাবো মিশে ।
সেদিন কেউ খুঁজো না আমায়, স্বরণ করো না আমার কথা,
স্বরণ করলে আমার কথা, বুকে বাসা বাঁধবে ব্যাথা,
সুখের সময় ক্ষিপ্ত হয়ে জ্বালাবে বুকে দুঃখের চিতা